Privacy Policy
আপনার প্যারেন্টিং সঙ্গী ‘বাবুনি’র জন্য এই গোপনীয়তা নীতি প্রযোজ্য। ০-৬ বছর বয়সী শিশুর অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে ‘বাবুনি' অ্যাপটি ডিজাইন করা হয়েছে । আপনার দেয়া তথ্যগুলো কীভাবে এই অ্যাপ সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করে এবং কীভাবে সেগুলো সুরক্ষিত থাকবে সেই বিষয়গুলোই এই গোপনীয়তা নীতিতে উল্লেখ করা হয়েছে।
এই নীতিতে, ‘ব্যক্তিগত তথ্য’ বলতে বোঝানো হয়েছে সেগুলোকেই, যেগুলো ‘বাবুনি’ অ্যাপ ব্যবহারের সময় আপনাকে, আপনার শিশুকে বা যে ডিভাইস থেকে এই অ্যাপ ব্যবহার করছেন সেটাকে শনাক্ত করা যায়।
৬ বছর পার হওয়া শিশু বা অনুর্ধ্ব ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ‘বাবুনি’ অ্যাপ ব্যবহার কাম্য নয়।
অ্যাপটি ব্যবহারের আগে অনুগ্রহ করে মনোযোগ দিয়ে আমাদের গোপনীয়তা নীতিগুলো পড়ুন। এই অ্যাপে প্রবেশ এবং ব্যবহারের মধ্যে দিয়ে আপনি এর গোপনীয়তা নীতিতে সম্মতি দিচ্ছেন।
‘আপনি’, ‘আপনার’, ‘আপনাদের’, এবং ‘ব্যবহারকারী’ বলতে ব্যক্তি হিসেবে আপনাকে, অর্থাৎ যিনি ‘বাবুনি’ অ্যাপে প্রবেশ করছেন বা ব্যবহার করছেন, তাকেই বোঝানো হচ্ছে।
কোন বিষয়গুলো গোপনীয়তা নীতির অন্তর্ভুক্ত নয়?
‘বাবুনি’ অ্যাপে থাকতে পারে এমন বিভিন্ন সাইট বা সেবার লিংক, যেগুলো এই গোপনীয়তা নীতির আওতাভুক্ত নয়। এর মধ্যে থাকতে পারে তৃতীয় পক্ষের লিংকসহ ডাউনলোড করা নিবন্ধ।
ইউনিসেফ এবং সংস্থাটির অনুমোদিত জাতীয় অংশীদার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সংগৃহীত/প্রক্রিয়াজাত তথ্যের ক্ষেত্রেই কেবল এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে। এই অ্যাপে অন্তর্ভুক্ত বা প্রদানকৃত লিংকে তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইট বা সেবার মাধ্যমে সংগৃহীত, ব্যবহৃত বা প্রক্রিয়াজাত তথ্যের ক্ষেত্রে তাদের অর্থাৎ তৃতীয় পক্ষের গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে।
তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহারের আগে তাদের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়তে এবং তাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা তা পর্যালোচনা করতে সুপারিশ করা হচ্ছে।
বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যগুলো নিচে দেয়া হলো:
অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত গোপনীয় তথ্য
আগেই উল্লেখ করা গোপনীয় তথ্যগুলো সাধারণত ব্যবহারকারীর মোট সংখ্যা, অ্যাপের বিভিন্ন নিবন্ধ ও বিষয়বস্তু ব্যবহারের হার ইত্যাদি জানতে ব্যবহার করা হয়। আর এসবের উদ্দেশ্য মূলত অ্যাপ্লিকেশনের মান আরো উন্নততর করা। এই গোপনীয় তথ্যগুলো শুধুমাত্র ব্যবহার করা হয় বিশ্লেষণ/অ্যানালিটিক্স এবং ব্যবহারকারীকে আরো উন্নত সেবা প্রদানের উদ্দেশ্যে।
তথ্য ও ডেটা সংরক্ষণ
আপনার শিশুর বয়স ও লিঙ্গ অনুযায়ী উপযুক্ত তথ্য ও পরামর্শ পেতে আপনাকে শিশুর জন্মতারিখ ও লিঙ্গসংশ্লিষ্ট তথ্য দিতে হবে। এ তথ্যগুলো শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশ পর্যবেক্ষণ এবং টিকাগ্রহণ ও স্বাস্থ্যপরীক্ষার তারিখ আপনাকে স্মরণ করিয়ে দেয়ার কাজে ব্যবহার করা হয়।
অ্যাপ্লিকেশনটি এমন কোনো ব্যক্তিগত তথ্য এই অ্যাপে বা বাইরের কোনো সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে না, যা আপনাকে বা আপনার শিশুকে শনাক্ত করতে পারে। অ্যাপে প্রদান করা সব তথ্যই শুধুমাত্র ব্যবহারকারীর ব্যক্তিগত ডিভাইসে অর্থাৎ ফোনে সংরক্ষিত থাকে। ব্যবহারকারীরা গুগল বা অ্যাপলের গোপনীয়তা নীতির অধীনে তাদের ডিভাইসে সংরক্ষিত সব তথ্যের জন্য দায়বদ্ধ থাকবেন।
গুগল এবং অ্যাপলের গোপনীয়তা নীতি সম্পর্কে আরো জানতে ক্লিক করুন:
https://policies.google.com/privacy
https://www.apple.com/legal/privacy
এই অ্যাপ্লিকেশনটি উন্নয়ন করা হয়েছে ব্যবহারকারীর ব্যক্তিগত স্মার্ট ডিভাইসে থাকা এনক্রিপটেড এমন ডেটাবেজের সমন্বয়ে। এই ডেটাবেজে থাকে অ্যাপ্লিকেশন সংশ্লিষ্ট সাধারণ তথ্য, যেমন খেলা, পরামর্শ, প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন সংশ্লিষ্ট তথ্য। পাশাপাশি শিশুর যেসব তথ্য এই অ্যাপে অভিভাবকরা প্রদান করেন সেগুলোও এর অন্তর্ভুক্ত। ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় এমন কোনো তথ্য এই ডেটাবেজে থাকে না।
ডেটা ব্যাকআপ
অভিভাবকরা চাইলে সব তথ্যের ব্যাকআপ রাখতে পারেন । এক্ষেত্রে, ব্যবহারকারী যদি ম্যানুয়ালি সব তথ্য চালাতে চান তবে শুধুমাত্র তার ভিত্তিতেই সব টেক্সট বা লেখাগুলো তার ব্যক্তিগত গুগল ড্রাইভ বা স্মার্ট ডিভাইসের ফাইল স্টোরেজে ব্যাকআপ হিসেবে থাকবে ও সংরক্ষিত হবে।
ব্যাকআপ ফাইলে সংরক্ষিত ব্যবহারকারীর তথ্যগুলো নিরাপত্তার কারণে এনক্রিপট করা থাকবে, যাতে অন্য কউে তা জানতে বা দখেতে না পায়।
অ্যাপ্লিকেশনে সংগৃহীত তথ্যগুলো ইউনিসেফ কীভাবে ব্যবহার করে?
ব্যবহারকারী সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন যে, ইউনিসেফ তার ব্যক্তিগত পরিচয়-সম্পর্কিত তথ্য সংরক্ষণ, বিক্রি, বাণিজ্যিকীকরণ বা অন্য কোনোভাবে বিনিময় করে না।
অ্যাপ্লিকেশন বিশ্লেষণ/অ্যানালিটিক্স এবং উন্নয়ন
ইউনিসেফ এবং এর অংশীদার প্রতিষ্ঠানগুলো এ অ্যাপের মাধ্যমে সংগৃহীত তথ্য, যেমন অ্যাপ্লিকেশন ঘিরে ব্যবহারকারীর সক্রিয়তা বা জরিপে দেয়া মতামত ইত্যাদি তথ্যগুলো ব্যবহার করতে পারে। এই জরিপ ফরর্মগুলো ব্যবহারকারী সম্পূর্ণভাবে পূরণ করতে বা নাও করতে পারেন। এ তথ্যগুলো অ্যাপের ব্যবহার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার পাশাপাশি অ্যাপের মান ও কার্যকারিতা আরো উন্নততর করতে ব্যবহার করা হয়।
সমন্বিত তথ্য
অ্যাপের মান আরো উন্নত করতে এবং পরিসংখ্যানগত বিশ্লেষণের কাজে ইউনিসেফ গোপনীয় তথ্যগুলো শ্রেণিবদ্ধ ও সমষ্টিগত করতে পারে। এভাবে ইউনিসেফ অন্যান্য বৈধ উদ্দেশ্যে সমষ্টিগত তথ্যগুলো ব্যবহার করতে পারে, যেমন প্রচারণা বা গবেষণার কাজে। এভাবে সংগৃহীত ফলাফলগুলো তৃতীয় পক্ষ, যেমন আমাদের অংশীদার, পৃষ্ঠপোষক, শিক্ষাবিদ এবং গবেষকদের কাছে সম্মেলন, জার্নাল বা অন্যান্য প্রকাশনার মাধ্যমে শেয়ার করা হতে পারে।
আইনি বিষয়
এই অ্যাপের প্রকাশক ব্যক্তিগত কোনো তথ্য সংগ্রহ বা প্রক্রিয়াজাত করে না। অর্থাৎ যেসব তথ্যের ভিত্তিতে অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অভিভাবক বা শিশুকে শনাক্ত করা যায় সেগুলো সংগ্রহ করে না।
তৃতীয় পক্ষের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং সেবা
এই অ্যাপ্লিকেশনে কিছু ওয়েবসাইট বা সেবার লিংক থাকতে পারে। এগুলো গোপনীয়তা নীতির অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এই অ্যাপে থাকা কিছু নিবন্ধে এমন লিংক থাকতে পারে যেগুলোর উৎস ইউনিসেফের নিয়ন্ত্রণাধীন কোনো সাইট নয়।
এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে এই অ্যাপ্লিকেশন-সংশ্লিষ্ট যে তথ্যগুলো আপনি দিয়েছেন কেবলমাত্র সেগুলোর ক্ষেত্রে। এই অ্যাপের কোনো নিবন্ধে থাকা তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা সেবার নিরাপত্তা এবং গোপনীয়তা নীতির ক্ষেত্রে ইউনিসেফ দায়বদ্ধ থাকবে না। অনুগ্রহ করে মনে রাখবেন, এই অ্যাপ্লিকেশনের গোপনীয়তা শর্তাবলীগুলো তৃতীয় পক্ষের কোনো লিংক বা বিষয়বস্তু, বা তৃতীয় পক্ষভুক্ত কোনো সাইটের তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
প্রয়োজনে যোগাযোগ
এই অ্যাপ্লিকেশনের গোপনীয়তা নীতি বা ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়
আপনার সম্মতি
‘বাবুনি’ অ্যাপ্লিকেশন ব্যবহার করার মধ্যে দিয়ে আপনি এর অনলাইন গোপনীয়তা নীতিমালায় সম্মতি প্রদান করছেন।
সর্বশেষ আপডেট: ১ অক্টোবর ২০২৪
