Terms and Conditions

বাবুনি অ্যাপ্লিকেশন “বাবুনি” ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তগুলোয় সম্মতি দিচ্ছেন। যদি এই শর্তগুলোয় আপনি সম্মত না হন তাহলে অবশ্যই বাবুনি ব্যবহার করবনে না।

বিষয়বস্তু

শিশুদের (০-৬ বছর) স্বাস্থ্য, শারীরিক বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কিত নানা বিষয়ে বাবুনি অ্যাপ অভিভাবকদের তথ্য ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়। এই অ্যাপে রয়েছে একটি তথ্য তালিকা , যেখানে টিকা ও স্বাস্থ্যপরীক্ষার তারিখ সংরক্ষণ করার পাশাপাশি ওই তারিখগুলো ব্যবহারকারীকে স্মরণ করিয়ে দিতে নোটিফিকেশনও সেট করা যায়।

অনুগ্রহ করে চিকিৎসার কাজে বাবুনি ব্যবহার করবেন না। এই অ্যাপের বিষয়বস্তু কোনোভাবেই স্বাস্থ্যপরীক্ষা, পরীক্ষা-নিরীক্ষা কিংবা রোগ নির্ণয়ের বিকল্প কোন মাধ্যম নয়। আপনি যদি সন্তানের স্বাস্থ্য বা বিকাশ নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে ইউনিসেফের সুপারিশ হচ্ছে আপনি একজন ডাক্তার বা স্বাস্থ্যসেবিকার সাথে পরামর্শ করুন। এই অ্যাপভুক্ত কোনো তথ্যের ব্যবহার যদি কোনো ধরনের ক্ষতির কারণ হয় সেক্ষেত্রে ইউনিসেফ দায়ী থাকবে না এবং এ সংস্থাকে দায়ী করা যাবে না।

এই অ্যাপের সব তথ্য ও নির্দেশনার চূড়ান্ত লক্ষ্য শুধুমাত্র তথ্যগত ও শিক্ষাগত উদ্দেশ্য পূরণ।

বাবুনি অ্যাপে সন্নিবেশিত তথ্যসমূহ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য নয়। কেবলমাত্র নিজস্ব , পারিবারিক ও ব্যক্তিগত উদ্দেশ্যেই এগুলো ব্যবহার করা যাবে। অ্যাপভুক্ত তথ্যের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ। এর ব্যত্যয় হলে উদ্ভূত কোন পরস্থিতিরি জন্য ইউনসিফে কোনভাবইে দায় নবেে না।

তথ্য এবং এর ব্যবহার

বাবুনি অ্যাপ শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশ নিয়ে সাধারণ তথ্যসংশ্লিষ্ট বিষয়বস্তু প্রদান করে। ব্যবহারকারীরা তাদের সন্তানের স্বাস্থ্য ও বিকাশজনিত যেসব তথ্য এ অ্যাপে দেবেন বাবুনি কেবল সেই তথ্যগুলোই স্থানীয়ভাবে সংরক্ষণ করে। ইউনিসেফ যেসব ডাটা সংগ্রহের পাশাপাশি ব্যবহার করে সে সম্পর্কে আরো তথ্যের জন্য গোপনীয়তা নীতি দেখুন ।

টিকা গ্রহণ ও স্বাস্থ্যপরীক্ষার তারিখগুলো নোটিফিকেশন আকারে বাবুনি জানাতে পারে। এই নোটিফিকেশনগুলো ব্যবহারকারীর দেয়া তথ্য বশ্লিষেণরে পর সাধারণ গাণিতিক বা পরিসংখ্যানগত ফর্মুলা প্রয়োগ করে জানানো হয়। আমাদের পরামর্শ হচ্ছে, ব্যবহারকারী যেন এই তারিখগুলো আলাদাভাবে অন্য কোথাও লিখে রাখেন, এবং শুধুমাত্র বাবুনির নোটিফিকেশনের ওপর নির্ভর না করেন।

বিষয়বস্তু আপডেট

যদিও ইউনিসেফ বাবুনি অ্যাপের তথ্য আপডেট করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু ইউনিসে বাবুনির বিষয়বস্তু সঠিক, সম্পূর্ণ বা হালনাগাদ হয়েছে এমন কোনো প্রকাশ্য বা অন্তর্নিহিত বিবৃতি, ওয়ারেন্টি বা গ্যারান্টি প্রদান করে না।

শর্তাবলী সংশোধন/পরিবর্তন

ইউনিসেফ সময়ে সময়ে এই শর্তাবলীগুলো সংশোধন করতে পারে। আপনি যখনই ‘বাবুনি’ ব্যবহার করবেন তখনই অনুগ্রহ করে এই শর্তাবলী গুলোয় চোখ বুলিয়ে নেবেন যেন আপনি ওই সময়ে প্রযোজ্য শর্তাবলী গুলো যথাযথভাবে অনুধাবন করতে পারেন।

অ্যাপে পরিবর্তন

ইউনিসেফ সময়ে সময়ে ‘বাবুনি’ অ্যাপ হালনাগাদ বা পরিবর্তন করতে পারে যেন সেসব তথ্য, লিংক বা নতুন বৈশিষ্ট্য অ্যাপে যুক্ত করার পাশাপাশি ব্যবহারকারীর চাহিদার ভিত্তিতে পরিবর্তন আনা যায়।

অ্যাপ স্থগিত বা অপসারণ

‘বাবুনি’ বিনামূল্যের একটি অ্যাপ। ‘বাবুনি’ অ্যাপ বা এর কোনো বিষয়বস্তু সবসময় পাওয়া যাবে বা সেগুলো নরিবচ্ছিন্নি থাকবে এমন গ্যারান্টি ইউনিসেফ দিচ্ছে না। পরিচালনাগত বা অন্য কোনো কারণে ইউনিসেফ ‘বাবুনি’ অ্যাপ বা এর কোনো অংশের প্রাপ্যতা স্থগিত বা অপসারণ বা সীমাবদ্ধ করতে পারে। স্থগিত বা অপসারণের ক্ষেত্রে ইউনিসেফ আপনাকে যুক্তিসঙ্গত নোটিশ পাঠাতে চেষ্টা করবে; তবে এ বিষয়ে ইউনিসেফের কোনো দায় থাকবে না।

অন্য ব্যবহারকারীদের এই শর্তাবলী সম্পর্কে সচেতন করা

যদি কেউ আপনার ডিভাইস ব্যবহার করে ‘বাবুনি’ অ্যাপে ঢোকে তাহলে তারাও যেন এসব শর্তাবলীসহ অন্যান্য প্রয়োগযোগ্য শর্তাবলী সম্পর্কে অবগত হয় এবং সেগুলো মেনে চলে তা আপনাকেই নিশ্চিত করতে হবে।

এক্সটার্নাল লিংক এবং রিসোর্স

‘বাবুনি’ অ্যাপে এমন কিছু ওয়েবসাইট ও রিসোর্সের লিংক থাকতে পারে যেগুলো ইউনিসেফ বা এর অংশীদারদের নিয়ন্ত্রণাধীন নয়। অ্যাপে এগুলো অন্তর্ভুক্তির অর্থ এই নয় যে, ওই ওয়েবসাইট বা রিসোর্সগুলো ইউনিসেফ অনুমোদন

ইউনিসেফ এ ধরনের ওয়েবসাইটের কোনো দায়িত্ব বা দায় গ্রহণ করে না। উদাহরণ হিসেবে এসব ওয়েবসাইটের তথ্য, পরিসংখ্যান, মতামত, পরামর্শ বা বিবৃতির সত্যতা বা নির্ভরযোগ্যতার ক্ষেত্রে ইউনিসেফ দায়বদ্ধ থাকে না। করে।

মেধাস্বত্ব

‘বাবুনি’ অ্যাপের কিছু বিষয়বস্তু আমরা বা আমাদের অন্য লাইসেন্সধারীরা উন্নয়ন বা প্রদান করেছে।

ব্যবহারের শর্তাবলী অনুযায়ী ‘বাবুনি’ এই অ্যাপে অন্তর্ভুক্ত বিষয়বস্তু ও রিসোর্সগুলোয় ব্যবহারকারীদের প্রবেশাধিকার এবং সেগুলো ব্যবহারের অনুমতি দেয়। ব্যবহারের এই শর্তাবলী সাপেক্ষে, ব্যবহারকারীরা এই তথ্যগুলো সেভাবেই ব্যবহার করতে পারবেন যেভাবে সেগুলো ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে, যেমনটা সেই সাইটে বর্ণিত আছে।

‘বাবুনি’ অ্যাপের তথ্যগুলোয় ব্যবহারকারীরা শুধুমাত্র প্রবেশ ও সেগুলো ব্যবহার করতে পারবেন, এবং বিষয়বস্তু বা রিসোর্সগুলো অন্য কোনো ব্যক্তির কাছে স্থানান্তর করতে বা অন্য কোনো সার্ভারে এগুলো হুবহু তুলে ধরতে পারবেন না।

ব্যবহারকারী অ্যাপের বিষয়বস্তুর ডিজিটাল কপি বা সেগুলো সংশোধন করতে পারবেন না এবং অবশ্যই এখানকার কোনো ইলাস্ট্রেশন, আলোকচিত্র, ভিডিও বা অডিও অংশ বা কোনো ধরনের গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন না।

ব্যবহারকারীর প্রদত্ত তথ্যগুলো ছাড়া ‘বাবুনি’ অ্যাপের সব বিষয়বস্তু এবং অন্য সবকিছু ইউনিসেফ এবং/অথবা লাইসেন্সধারীর সম্পদ এবং জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে কপিরাইট, পেটেন্ট এবং/অন্যান্য মেধাসম্পদ অধিকারের মাধ্যমে সংরক্ষিত। ইউনিসেফ এবং/অথবা আমাদের লাইসেন্সধারীরা ‘ব্যবহারের শর্তাবলীতে’ স্পষ্টভাবে অনুমোদিত নয় এমন তথ্যসহ এ সাইটের সব অধিকার সংরক্ষণ করে।

এই সাইটটি পরিচালনার জন্য ব্যবহৃত কোনো সফটওয়্যারের সোর্স কোড আপনি রিভার্স-ইঞ্জিনিয়ার, ডিকম্পাইল, ডিঅ্যাসেম্বল করতে পারবেন না। আপনি এ সাইটের কোনো বিষয়বস্তু বা অন্য কোনোকিছুর উপর কপিরাইট, লাইসেন্স বা অন্যান্য বিজ্ঞপ্তি সরিয়ে ফেলতে পারবেন না।

ব্যক্তিগত তথ্য

বাবুনি অ্যাপের গোপনীয়তা নীতিতে উল্লেখিত বিধি অনুযায়ীই কেবল ইউনিসেফ ব্যক্তিগত তথ্য ব্যবহার করবে।

ইউনিসেফ নাম এবং লোগো

ইউনিসেফ নাম এবং এর লোগো সংস্থাটির একচেটিয়া সম্পদ। এগুলো আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত। এর অননুমোদিত ব্যবহার একেবারেই নিষিদ্ধ। ইউনিসেফের লিখিত পূর্বানুমতি ছাড়া এগুলো কপি করা বা অন্য কোনোভাবে তৈরি করা যাবে না। এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে ইউনিসেফের সাথে যোগাযোগ করুন।

বিশেষ অধিকার এবং দায়মুক্তি

বিশেষ অধিকার এবং দায়মুক্তি বিষয়ক জাতিসংঘ সম্মেলনের অধীনে এই অ্যাপ ব্যবহারের শর্তাবলী, গোপনীয়তা নীতি বা ‘বাবুনি’ সম্পর্কিত কোনোকিছুই ইউনিসেফের বিশেষাধিকার এবং দায়মুক্তি থেকে অব্যাহতি হিসেবে বিবেচিত হবে না।

Mandatory Content
On
Licensed Content
Off